লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাজলের চর দশ আনী নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল।
শুক্রবার বিকালে সাজলের চরে ব্রীজ পারে চরপুটিমারী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত সমাবেশে শেষে জিও ব্যাগ ফেলে ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন নদী ভাঙন রোধে সরকার ত্বরিত পদক্ষেপ নেওয়ায় জান মালের ক্ষতি আগের তুলনায় অনেক কম হয়। নদী ভাঙ্গনরোধে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমূখ বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।