জামালপুর সংবাদদাতা : জামালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সচেতন নাগরিক কমিটির কার্যালয়ে সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই আলোচনা সভার আয়োজন করে।
সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সনাক সহ সভাপতি অধ্যাপক কায়েদ উয জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, পারভীন তরফদার, মোহাম্মদ সাজ্জাদ হুসেন, টিআইবির ইয়েস দলনেতা ইব্রাহিম হোসেন জুয়েল, ইয়েস সদস্য আফিয়া আফসানা, টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন প্রমুখ।
সভায় শোষণহীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু আজীবন লড়াই করে গেছেন। বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী চেতনাকে ধারণ করে তরুনদের সকল অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উদ্ধোবুদ্ধ করা হয়।
সবশেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।