কাজিপুরে অপহরণ মামলার আসামী গ্রেপ্তার
🕧Published on:
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ স্কুল ছাত্রী অপহরণমামলার পলাতক আসামী রাফিউল ইসলাম সনেট (২৬), কে গ্রেপ্তার করেছে। আজ(২৪/৮/২২) ভোররাতে সনেটের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। অপহরণকারী সনেট উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক ভুইয়ার পুত্র।
থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে, একমাস পূর্বে রৌহাবাড়ী গ্রামের প্রতিবেশি রফিকুল ইসলামের স্কুল পড়ুয়া কন্যাকে নিজ বাড়ি থেকে কৌশলে অপহরণ করে পালিয়ে যায় সনেট। এই ঘটনায় ভিকটিমের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামলকুমার দত্ত আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।