জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। ১৫ আগস্ট (সোমবার) সকাল ১০টায় উপজেলার মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেলান্দহ পৌরসভার মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।
আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মালঞ্চ এমএ গফুর উচ্চ বিদ্যালয়, মাহমুদপুর হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।