ভক্তিবেদান্ত মেগা কনটেস্টে টাঙ্গাইল জেলায় পুরস্কার প্রাপ্তি ১১ টি

S M Ashraful Azom
0

: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশের দ্বিতীয় থেকে দশম শ্রেণির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিয়ে 'জাগ্রত ছাত্র সমাজ বাংলাদেশ' কর্তৃক আয়োজিত "ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২২" এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর যথাক্রমে ঢাকা স্বামীবাগ ইসকন মন্দির ও কৃষিবিদ ইন্সটিটিউট, ফার্মগেটে অনুষ্ঠিত হয়।

ভক্তিবেদান্ত মেগা কনটেস্টে টাঙ্গাইল জেলায় পুরস্কার প্রাপ্তি ১১ টি



 উক্ত জাতীয় প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে শুধু টাঙ্গাইল জেলা হতে ৩টি প্রথম স্থান, ১টি দ্বিতীয় স্থান, ১টি তৃতীয় স্থান সহ টপ-টেন এ মোট ১১ টি পুরস্কার লাভ করে। 


টাঙ্গাইলের ১১ জন বিজয়ী হলেন কুইজ 'ক' বিভাগে ১ম অর্পণ সেন, কুইজ 'খ' বিভাগে ১ম স্বপ্নীল কর্মকার কাব্য, ছবিতে রং 'ক' বিভাগে ১ম আদিত্য মন্ডল, ভজন-কীর্তন 'গ' বিভাগে ২য় প্রাচী চাকী, বক্তৃতা 'গ' বিভাগে ৩য় লোপা কর্মকার, 'ক' বিভাগের ছবিতে রং ৪র্থ দেবব্রত সরকার, 'খ' বিভাগের চিত্রাংকনে ৪র্থ অর্জুন কুমার দত্ত, কুইজে ৬ষ্ঠ সপ্তর্ষি দে সরকার, 'গ' বিভাগের বক্তৃতায় ৪র্থ রাজশ্রী সরকার, কুইজে ৮ম ঐশ্বর্য সরকার, গীতার শ্লোক আবৃত্তিতে ৮ম স্বপ্নীল সাহা। 


অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইসকন জিবিসি ও আদিবাসী প্রচার মন্ত্রী শ্রীমৎ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মায়াপুর হতে আগত শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপাদ জগৎ গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, জেসিএস বাংলাদেশের প্রধান শ্রীপাদ দ্বিজমণি গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রমুখ। 


জাগ্রত ছাত্র সমাজ টাঙ্গাইলের পরিচালক সুমিত্র গৌরচন্দ্র দাস বলেন, "জেলা পর্যায়ে ২৫৭ জন হতে বাছাইকৃত ৪৭ জন নিয়ে গিয়েছিলাম ময়মনসিংহ বিভাগীয় প্রতিযোগিতায়, সেখানে ৪০ টি পুরস্কারের মধ্যে ২৭ টি পুরস্কার লাভ করে আমাদের টাঙ্গাইলের কীর্তিমান শিক্ষার্থীরা। জাতীয় পর্যায়ে ২৭ জনের মধ্যে ১১ জনের এই অভূতপূর্ব সাফল্যে আমরা সবাই গুরু-কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।" 


গত ১ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও সর্বশেষ জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের সব জেলা হতে বাছাইকৃত প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী ও দুই সহস্রাধিক ভক্তের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠুভাবে সমাপ্তি ঘটে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২২ এর আসর।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top