রৌমারীতে বিশ্ব নদী দিবসে গ্রীন ভয়েস'র স্বারকলিপি প্রদান

S M Ashraful Azom
0

 : ‘মানুষের জন্য নদী, নদী বাঁচাও দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রৌমারীতে বিশ্ব নদী দিবসে গ্রীন ভয়েস'র স্বারকলিপি প্রদান



 রবিবার দুপুরের দিকে রৌমারী উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে গ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার উপদেষ্টা এসএমএ মোমেন বলেন, ব্রহ্মপুত্র, সোনাভরী, জিঞ্জিরাম, হলহলিসহ দেশের সকল নদ-নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। নদী রক্ষায় সঠিক পদক্ষেপ না নেওয়ায় কালেরগর্ভে নদীগুলো বিলিন হয়ে যাচ্ছে। এ কারণে দেশের বেশির ভাগ এলাকা মরুভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, নদ-নদীগুলো রক্ষায় সুধীসমাজ ও সবাইকে নিজ নিজ অবস্থান হতে সচেতন হওয়ার জন্য আহবান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন  গ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান নয়ন, সহ সভাপতি মর্তুজ আলী,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম তামিম প্রমুখ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top