রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যরকম বিদ্যানিকেতনের সাফল্য

S M Ashraful Azom
0

 : উপজেলা পরর্র্যা য়ে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কাজিপুরের অন্যরকম বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ছয়জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে।

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যরকম বিদ্যানিকেতনের সাফল্য



 রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ আদর্শ একাডেমি স্কুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতায় গ বিভাগে দ্বিতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাজিদ সরকার । খ বিভাগে তূতীয় স্থান পেয়েছে ষষ্ঠ শ্রেণির সাজিদ। গ বিভাগে তৃতীয় হয়েছে ১০ম শ্রেণির নাইম সরকার। খ বিভাগে ৩য় স্থান পেয়েছে সুমাইয়া খাতুন ৮ম শ্রেণি।


 এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে ৩য় শ্রেণির আরবী সুলতানা সখ। ২য় স্থান পেয়েছে ইবনে ছোয়াদ সুপ্ত। প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম।


এসময় উপস্থিত বিচারক মন্ডলীর সদস্য উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার তহুরা খাতুন প্রমূখ।


এদিকে এই সাফল্যের বিষয়ে অন্যরকম বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইয়াছিন আলী জানান, আমরা সবেমাত্র সরকারিভাবে পাঠদানের অনুমতি পেয়েছি। বারো বছরের সাধনায় আমরা আজ এ অবধি আসতে পেরেছি। আশা করি সামনে আমাদের বিদ্যালয় আরও ভালো ফলাফল করবে ইনশা আল্লাহ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top