জি.এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : দৈনিক আলোকিত প্রতিদিন ও দৈনিক শানসাইন পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জি.এম. রাশেদুল-এর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভের পাশে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় কুড়িগ্রাম জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ যথাক্রমে মো: আমিনুর রহমান, মো: মোখলেছুর রহমান ভুট্টু, আমানুর রহমান খোকন, মোল্লা হারুন-উর-রশিদ, মো: রফিকুল ইসলাম, জি.এম ক্যাপ্টেন, ফজলে রাব্বি এন্টনী, মোঃ নুরুল ইসলাম, শামসুজ্জোহা সাজু চৌধুরী, হাবিবুল হক লিংকন, মোঃ আরিফ, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহিম, মোস্তফা, , মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সিএম রাজু ও ভোগডাঙ্গা ভাংরির বাজারের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন মওলা প্রমুখ।
প্রতিবাদ সভায় জি.এম. রাশেদুল বলেন, গত ২২ সেপ্টেম্বর ২০২২ ইং সন্ধ্যায় বাল্য বিবাহের সংবাদের তথ্য উপাত্ত যাচাইয়ের জন্য কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ভাংরির বাজার এলাকায় আমার যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ফেসবুক আইডিতে আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।
ফেসবুকে উল্লেখিত লানঞ্চিত, চাঁদাবাজির বিষয়টি সঠিক নয়। মিথ্যা তথ্য ফেসবুকে প্রচার করায় আমার মানহানি করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি।
ভাংরির বাজারের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন মওলা বলেন, জি.এম. রাশেদুল বাল্য বিয়ের ঘটনায় এলাকায় আসেন। তাকে জড়িয়ে ফেসবুকে প্রচারিত লানঞ্চিত ও চাঁদাবাজির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন, তা সত্য নয়। ফেসবুকে এ ধরণের মিথ্যা তথ্য প্রচার করে সাংবাদিকের মানহানি করার বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যারা সাংবাদিকদের জড়িয়ে ফেসবুক আইডিতে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার না করার জন্য উদাত্ত আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।