সামাজিক পুজি, আর্থিক পুজির অভাব দূর করে

S M Ashraful Azom
0

 : সামাজিক পুঁজি, অর্থিক পুঁজির অভাব দূর করে। পুঁজি বাড়াতে তাই সামাজিক সম্প্রীতি বাড়ানো প্রতিটি নাগরিকের  কর্তব্য।  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

সামাজিক পুজি, আর্থিক পুজির অভাব দূর করে



 কাজিপুরে সব ধর্ম মতের মানুষ সুন্দর সহাবস্থানে আছে জানিয়ে জয় বলেন, জননেত্রী শেখ হাসিনা ডাকে দেশের জনগন যেকোন অবস্থায় সারাদেন। 


কাজিপুরে সম্প্রতি কমেটির সদস্যদের উদ্দেশ্যে  আরো বলেন আপনারা নিজ নিজ আবস্থান থেকে দায়িত্ব পালন করে যাবেন, অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায়  কাজিপুরের  সবাই সহ অবস্থানে রয়েছে। তা দেশের যে কোন উপজেলা জন্য অনন্য উদাহরণ হতে পারে ।


২১ সেপ্টেম্বর ( বুধবার ) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে    সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন প্রকল্প বাস্তবায়ন  অফিসার একেএম শাহা আলম মোল্লা।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, কাজিপুর উপজেলা  চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল মান্নান তালুকদার, নাটুয়াপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত কাজিপুর  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক আব্দুল জলিল সহ আরো অনেকে।


এসময় উপজেলার ১২ টি ইউনিয়নের মনোনীত সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগণ উপস্থিত  ছিলেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top