ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

🕧Published on:

 : টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার শাখার ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



 বাংলাদেশ শিক্ষক সমিতির ঘাটাইল  উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের  সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া,ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম প্রমুখ। 


এসময় বক্তারা, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের দাবি জানান। 


সম্মেলনে  উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশহণ করেন।


অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।