জামালপুর সংবাদদাতা : জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে বাল্য বিয়ে প্রতিরোধ শীর্ষক সমন্বয় সভা ৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
![]() |
মেলান্দহ: জামালপুরের মেলান্দহে জাতীয় কন্যা দিবস উদযাপনে আলোচনা সভার একাংশ |
ব্র্যাক আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন- ইউএনও সেলিম মিঞা।
বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান লিটু, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি- ইত্তেফাক সংবাদদাতা শাহ্জামাল, মানবজমিনের সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা, ব্র্যাক এসএলএফ নাছরিন আক্তার, মেলান্দহ ব্র্যাক অফিসার সেলপ আ: কাদের প্রমুখ।
অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন-ব্র্যাক জেলা ব্যবস্থাপক হাফিজা খানম।
ওই দিন জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।