শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
0

 : ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শিশুরাই এদেশের ভবিষ্যত। শিশুদের সুরক্ষা প্রদানে সরকার বিনামূল্যে সুরক্ষা ভ্যাক্সিন দিয়ে যাচ্ছে। ভ্যাক্সিন গ্রহণে উদ্ধুদ্ধ করণে দেশের খতীব ও ইমামগণ প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন। আগামীতেও জনকল্যাণে  জনসচেতনতা বৃদ্ধিতে ইমাম সাহেবদেরকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।

শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী



 প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় অডিটোরিয়ামে ইউনিসেফের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়নাধীন ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত অবহিতকরণে পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃব্যে এসব কথা বলেন । 

 

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস অতিমারির সময়ে নানাধরণের গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুসরণ করে এদেশের খতীব- ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার  দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, দেশের আলেম ওলামাদের কর্মসংস্থান সহ ইসলামের খেদমতে অসংখ্য কাজ করে যাচ্ছেন। সবাইকে নিজের বিবেক দিয়ে সার্বিক মূল্যায়ন করতে হবে।


ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ইসলামিক ফাইন্ডেশনের মহাপরিচালক  ড.মোঃ মুশফিকুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্য বিপিএম ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হক, ময়মনসিংহ মহানগর সভাপতি এহতেশামুল আলম, ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক জনাব ফজলুল হক বক্তব্য রাখেন।


এর আগে আজ সকালে ধর্ম প্রতিমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলার সিরতায় ইসলামিক ফাউন্ডেশনের আওতায়  নির্মাণধীন ইসলামিক মিশন হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top