কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজার গাছসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
রবিবার রাতে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ ও কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এসময় চরাঞ্চলের ডিগ্রি দোরতা গ্রাম থেকে মৃত নিয়ামতুল্লার পুত্র মোজাম্মেল(৩৮) কে একটি দুই কেজি ওজনের গাঁজার গাছসহ নিজ বাড়ি থেকে আটক করে। একই অভিযানে ওই গ্রামের মৃত আব্দুল আজীজের পুত্র আসাদুল(৩৫) কে আটশ গ্রাম গাঁজাসহ আটক করেছে।
থানা পুলিশ পৃথক অভিযানে সাতগ্রাম হেরোইনসহ ছালাভরা কুনকুনিয়া থেকে শাহজামালের পুত্র জসিম(২২) কে আটক করে। এছাড়া ১০৫টি ইয়াবা ট্যাবলেটসহ মহিষামুড়া এলাকা থেকে মৃত ছাইফুল ইসলামের পুত্র মোতালেব(২৭) কে আটক করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সোমবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।