ইসলামপুরে উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বাজে মন্তব্যে প্রতিবাদ সভা
🕧Published on:
জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদ সভা ইসলামপুর প্রেসক্লাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৬অক্টোবর দুপুরে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী,সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল,সিনিয়র সাংবাদিক আব্দুল সামাদ,সহ-সভপতি রহিমা সুলতানা মুকল, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, ওসমান হারুন, এম কে দোলন বিশ্বাস,লিয়াকত হোসেন লায়ন,আব্দুল আল লোমান,এস এম হোসেন রানা প্রমুখ।
উল্লেখ্য, ইসলামপুরে আইন শৃঙ্খলা সভায় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হাফিজ লিটন পাথর ঘাটায় অবৈধভাবে নদী ভরাটের বিষয়ে বক্তব্য রাখেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল কাউন্টার বক্তব্যে বলেন সাংবাদিকদের সম্পর্কে বাজে মন্তব্য করলে সভায় প্রতিকুল পরিবেশের সৃষ্টি হয়। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভায় মিলিত হন। সভায় উপজেলা চেয়ারম্যানের সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। উপজেলা চেয়ারম্যানের অন্যায়কে সমর্থন এবং সাংবাদিকদের প্রতি বিরুপ মন্তব্যর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কালো কাপড় বেধে থানা মোড়ে বটতলা চত্বরে ধর্মঘট অবস্থান করবেন ও রবিবার উপজেলা চত্বরে মানব বন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।