জেলা পরিষদ নির্বাচনে বকশীগঞ্জে জয়নাল ও শিলা বিজয়ী
🕧Published on:
মনিরুজ্জামান লিমন : জামালপুরের বকশীগঞ্জে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইভিএম এ শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সদস্য পদে জয়নাল আবেদিন (হাতি) প্রতীক নিয়ে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শাহীনুজ্জামান শাহীন (নলকূপ)প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ভোট।
এছাড়াও সংরক্ষিত সদস্য পদে শিলা সারোয়ার (হরিণ) প্রতীকে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী তানিয়া আফরোজ (বই) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ ভোট।
এবারের জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে (বকশীগঞ্জ আসন) ৪ চার জন, সংরক্ষিত সদস্য পদে (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর একাংশ) ৫ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাডভোকেট বাকি বিল্লাহ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।