রৌমারীতে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন
🕧Published on:
রৌমারী প্রতিনিধি : কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দিপনের মধ্য দিয়ে কুড়িগ্রামের জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ২ টায় শেষ হয়। জেলা পরিষদের রৌমারী ৮ নং ওয়ার্ডে সদস্য পদে হারুনর রশিদ হারুন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আফজাল হোসেন বিপ্লব।
অপর দিকে ৩ নং সংরক্ষিত মহিলা আসনে আরমিন নাহার ফুটবল প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়ে সদস্য পদে বিজয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন সুফিয়া খাতুন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।