র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও মাদকসহ মাদক কারবারি আটক

🕧Published on:

 : জামালপুরের র‌্যাব-১৪ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ১ জনকে আটক করেছে। আটককৃত শেরপুরের ঝিনাইগাতি উপজেরার ডাকাবর গ্রামের মোফাজ্জল হোসেনর ছেলে ফারুক আহম্দে (৩৪)।

র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও মাদকসহ মাদক কারবারি আটক



 ১১ নভেম্বর সকাল ১০টায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 


এ এসপি সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল শেরপুরে অভিযান চালিয়ে ফারুককে আটক করে। এ সময় উক্ত আসামীর নিকট হতে দেশীয় তৈরী ০১ টি ওয়ান শুটার গান, ১৩৪ (একশত চৌত্রিশ) বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ, ২৬৫ (দুইশত পয়ষট্টি) পিস কথিত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, নগদ ৪,০০০/- (চার হাজার) টাকা এবং মোবাইল সেট -০২ টি (সীমসহ) উদ্ধার করা হয়। 


আটককৃতকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।