বাজারে এলো স্যামসাং কিউএন৯০০বি ৮কে নিও কিউএলইডি স্মার্ট টিভি

S M Ashraful Azom
0

: ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম

বাজারে এলো স্যামসাং কিউএন৯০০বি ৮কে নিও কিউএলইডি স্মার্ট টিভি



 মাঠে টান টান উত্তেজনা! আর এদিকে টিভি পর্দার সামনে বন্ধু-বান্ধবদের সাথে কাটানো শ্বাসরুদ্ধকর কিছু মুহুর্ত! হৃৎপিন্ডের আওয়াজ যেন বাইরে থেকে শোনা যায় – কি হবে শেষ বাঁশি বাজার ঠিক আগে?

ফুটবল মৌসুমের এই রোমাঞ্চ আর সবাই মিলে প্রিয় দলের জয় উদযাপনের মত আনন্দ সত্যিই অন্য কিছুতে খুঁজে পাওয়া কঠিন! আর এই আনন্দকে বাড়িয়ে তোলার অন্যতম অনুষঙ্গ – টেলিভিশন। ফিফা ফুটবল বিশ্বকাপের মতো বড় আয়োজনের সময়ে ক্রীড়াপ্রেমী দর্শকদের বহুদিন ধরে একত্রিত করে চলেছে এই প্রিয় অনুষঙ্গটি। 

শুধু ঘরেই না, একসঙ্গে খেলা দেখতে দর্শকরা ভিড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অফিস প্রাঙ্গণ এমনকি হোটেল-রেস্টুরেন্টেও। সবাই একসঙ্গে খেলা দেখতে একদিকে যেমন বড় স্রিটেন প্রয়োজন, তেমনি রাতের আবহে প্রয়োজন হয় নিখুঁত ও ঝকঝকে ছবি। 

গ্রাহকদের সকল চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন প্রযুক্তির টেলিভিশন নিয়ে আসছে টেলিভিশন ব্র্যান্ডগুলো। এর মধ্যে বাজারে এসেছে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন ব্র্যান্ড স্যামসাংয়ের বেশ কিছু মডেল। স্যামসাংয়ের উল্লেখযোগ্য মডেলের মধ্যে রয়েছে নতুন প্রযুক্তির নিও কিউ এলইডি টেলিভিশন।

৮৫-ইঞ্চির স্যামসাং কিউএন৯০০বি ৮কে নিও কিউএলইডি স্মার্ট টিভিতে রয়েছে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি প্রো, নিউরাল কোয়ান্টাম প্রসেসর ৮কে এবং ইনফিনিটি স্ক্রিন। নিও কিউএলইডি ৮কে টিভিতে নির্ভুলভাবে প্রোপ্রাইটারি কোয়ান্টাম মিনি এলইডি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট ডিমিং টেকনোলজি। এই প্রযুক্তির কারণে একদম ঘুটঘুটে অন্ধকার থেকে শুরু করে প্রখর আলোতেও অবিশ্বাস্য নিখুঁত ছবি দেখতে পারবেন দর্শকরা। নিও কিউএলইডি ৮কে স্মার্ট টিভিতে রয়েছে প্রায় অদৃশ্য বেজেল যা টিভির স্রিকরনকে আরো বড় করেছে। এছাড়া এই স্মার্ট টিভিতে যুক্ত রয়েছে ডলবি অ্যাটমোসের টপ চ্যানেল স্পিকার, যা খেলা চলাকালীন অনেকটা লাইভ দেখার অভিজ্ঞতা দেবে।

স্যামসাং টিভি লাইন আপের মধ্যে রয়েছে নিও কিউএলইডি ৮কে টিভি, কিউএলইডি টিভি, ক্রিস্টাল ইউ এইচ ডি ৪কে টিভি, এবং ফুল এইচডি টিভি। এছাড়া আউটলুকের দিকেও বাড়তি গুরুত্ব দেয় স্যামসাং। চলতি বছর, দ্য ফ্রেম এবং সেরিফ টিভি নামে "লাইফস্টাইল" সিরিজের ২টি মডেল আসে। দুটি টিভিই ম্যাট ডিসপ্লে (কিউএলইডি) অফার করে। ফ্রেম টিভি আর্ট মোডে থাকাকালীন একটি আর্ট ফ্রেমের মতো প্রদর্শিত হয় এবং সেরিফ টিভিতে আছে ‘‘আই" ডিজাইন।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top