বকশীগঞ্জে যানজট নিরসনে মাঠে নামলেন প্রশাসন

S M Ashraful Azom
0

 : জামালপুরের বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে পৌর শহরের যানজট নিরসনে মাঠে নেমেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। 

বকশীগঞ্জে যানজট নিরসনে মাঠে নামলেন প্রশাসন



 সোমবার দুপুর ১ টায় পৌর শহরের ব্যস্ততম পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে ত্রিশ মিনিট ব্যাপী অবস্থান নিয়ে যানজট নিরসন করেন তারা। 


জানা গেছে, উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড , মধ্যবাজার, মালিবাগ মোড়, উপজেলা মোড়, পুরাতন গরুহাটি, পানহাটি মোড়, দক্ষিণ বাজার এলাকায় প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবৈধ অটো রিকশা, অটোভ্যান , যত্রতত্র গাড়ি পার্কিং সহ বিভিন্ন কারণে শহরে যানজট লেগে থাকে। একারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পোহাতে হয়। 

এনিয়ে গত অক্টোবর মাসে ও চলতি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় পৌর শহরের যানজট নিয়ে ফের আলোচনা করা হয়। 


দীর্ঘ আলোচনা শেষে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়। তাৎক্ষণিক সভা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, এসিল্যান্ড মো.আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক,উপজেলা বণিক সমিতির সহসভাপতি আবদুস সাত্তার সহ কমিটির সদস্যরা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থান পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে সিএনজি, অটো রিকশা, অটোভ্যান ও অবৈধ যান চলাচল বন্ধ ও পার্কিং সরিয়ে দেন। প্রায় ত্রিশ মিনিট পর ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। রাস্তার দু’পাশে সিএনজি গুলোকে দূরে সরিয়ে দেওয়া হয়। কোন রকম যানজট সৃষ্টি না করতে চালকদের সতর্ক বার্তা দেওয়া হয়। 


উপজেলা প্রশাসনের যানজট নিরসনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top