সেবা ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ বিকালে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে জেলার নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে একটি মতবিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান মোঃ শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, মধুপুর পৌরসভার মেয়র মোঃ সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ এবং মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।