উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাগমারা পোস্ট অফিসের পোস্ট মাস্টার আব্দুর রউফ সরকার ও ডাক পিয়ন তার সহধর্মিণী শাপলা খাতুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
রবিবার সকালে এলাকার ভুক্তভোগী লোকজন গণমাধ্যম কর্মীদের কাছে তাদের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মৌখিক অভিযোগ তুলে ধরেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাগমারা পোস্ট অফিসে পোস্ট মাস্টার পদে বাগমারা গ্রামের আ'লীগ নেতা মোঃ আব্দুর রউফ সরকার ও ডাক পিয়ন পদে তার সহধর্মিণী শাপলা খাতুন চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করে আসছেন। কিন্তু ডাক পিয়ন পদে শাপলা খাতুন ৫-৬ বছর আগে বিভাগীয় নিয়োগ পেয়ে নিয়মিত বেতন উত্তোলন করলেও কোন দিনও আসেন না অফিসে। অফিস- আদালতে ও প্রাপকের বাড়ীতে বাড়ীতে গিয়ে চিঠি-পত্র, মার্ণি অর্ডার সহ ডাক বিভাগের অন্যান্য সুবিধা পৌছে দেওয়ার কথা থাকলেও অনেকে জানেই না তিনি ডাক পিয়ন পদে চাকুরী করেন। শাপলার স্বামী আ'লীগ নেতা মোঃ আব্দুর রউফ পোস্ট মাস্টার সহ ডাক পিয়নের দায়িত্ব তিনি নিজেই পালন করে যাচ্ছেন। তারা আরো অভিযোগ করেন, রউফও নিয়মিত অফিস খোলেন না। তিনি ক্ষমতাশীন দলের নেতা হওয়ায় সুবাদে কেউ প্রতিবাদ করলে তাকেই উল্টো শাসিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন তিনি।
এব্যাপারে অভিযুক্ত বাগমারা পোস্ট মাস্টার মোঃ আব্দুর রউফ জানান, আমরা স্বামী - স্ত্রী একই অফিসে পোস্ট মাস্টার ও ডাক পিয়ন পদে চাকরি করে আসছি। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ আসলে সত্য নয়।
সংশ্লিষ্ট শাহজাদপুর পোস্ট অফিস পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন জানান, ডাক বিভাগের নিয়ম বর্হিভুত কোন অনিয়ম সংঘটিত হলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা বিভাগীয় ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ আনোয়ার হোসেন মল্লিক মুঠোফোনে জানান, স্বামী - স্ত্রীর একই অফিসে চাকুরী। দায়িত্বে অবহেলা প্রমাণ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।