চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

S M Ashraful Azom
0

: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২২ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২২ অনুষ্ঠানে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর  ঢোলবাদন পরিবেশন



 বর্ণাঢ্য এই আয়োজন উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাশ ও পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর নেতৃত্বে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী বাংলাঢোল বিভাগের দশজন ঢোলবাদক শিল্পীদের সমন্বয়ে ঢাক-ঢোল ও সানাইয়ের সুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২২ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সম্মুখ ময়দানে এক মনমুগ্ধকর ঢোলবাদন পরিবেশন করা হয়।


এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।


প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, সামশুল হক চৌধুরী এমপি, 

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, আমিনুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা মোঃ নেজামুদ্দিন নদভী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার মেয়র আলহাজ্ব জহুরুল ইসলাম জহুর এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


উক্ত অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন- কর্ণেট বাদক হরিদাস, ঢোলবাদক দোলন জলদাস, বিধান দাস, কৃষ্ণমোহন দাস, সুজন দাস, ঢোলবাদক আকাশ দাস, সজল দাস, অনিক দাস প্রমূখ। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top