নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সদ্যপ্রয়াত সাংবাদিক রাজু আহমেদ লিটনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত উপজেলার সাংবাদিকদের আয়োজনে শনিবার বাদ আছর শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন। প্রয়াত লিটনের স্মরণ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাদের অকৃত্রিম ভালোবাসা আর আবেগের প্রকাশ ঘটান।
নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে ক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সহ সভাপতি জুলফিকার আলী ভূট্রো, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব। সভাশেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নাজিজুল হক। উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক মো. শরিফুজ্জামান, উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, এএসআই মিন্টুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সদস্য ফিরোজ কবির, সাংবাদিক রাসেল মাহমুদ, এমদাদুল হক, সাংস্কৃতিক সংগঠনের নেতা রাসেল খান, কৃষকলীগ নেতা মিসকাত হোসেন রাসেল, ছাত্রলীগ নেতা আহসান হাবিব সজিব, রিপন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কাথম চকপাড়া গ্রামের নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন সাংবাদিক রাজু আহমেদ লিটন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।