সেবা ডেস্ক : শুক্লাম্বর (দিঘী) পীঠ মন্দির মেলা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে রবিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের শুচিয়া, বাইনজুরী, চন্দনাইশে পূণ্যস্নান, পূজা ও মেলা পরিদর্শন করেন দেশের অন্যতম সংগঠন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দ।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুক্লাম্বর (দিঘী) পীঠ মন্দির ও মেলা পরিদর্শন |
এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের সদস্য লাকি দাস, সুইটি জলদাস, টিংকু দাস, জুয়েল মল্লিক, রুমন দাস, লিমন দাস প্রমূখ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।