শেরপুরে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
🕧Published on:
সেবা ডেস্ক : শেরপুর সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রিজ এলাকায় ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
আজ শুক্’রবা’র (১৩ ডিসেম্ব’র) সন্ধ্যা সাড়ে ৭টা’র দিকে সদরে’র তাতালপু’র এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ড্রাইভা’র পলাতক ‘রয়েছেন।
নিহতরা হলেন, ‘রফিক মিয়া (৪৫) ও তা’র ছেলে রাব্বী (১৪)। আরেকজনে’র নাম পরিচয় এখনও জানা যায়নি।
শে’রপু’র সদ’র হাসপাতালে’র চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আরো তিনজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদে’র মধ্যে একজনে’র অবস্থা আশঙ্কাজনক।
সদ’র থানা’র এসআই কামরুজ্জামান জানান, চালে’র ট্’রাকে’র সঙ্গে সিএনজি’র সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
শে’রপু’র সদ’র থানা’র ওসি মো. বছি’র আহমেদ বাদল ঘটনা’র সত্যতা নিশ্চিত করেছেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।