উল্লাপাড়ায় অর্ধলক্ষ টাকার ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে ২ যুবক আটক

🕧Published on:

: ৮০ পিচ ইয়াবা (আনুমানিক মুল্য অর্ধলক্ষ টাকা) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

উল্লাপাড়ায় অর্ধলক্ষ টাকার ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে ২ যুবক আটক



 রোববার (৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে উল্লাপাড়া উপজেলার নলসোন্দা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৮০ পিচ ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করে।


এরা হলো উল্লাপাড়া উপজেলার নলসোন্দা  গ্রামের (১) মোঃ রুহুল আমিন (৩৪), পিতা-মৃত নাজিমুদ্দিন, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, (২) মোঃ রাকিব হোসেন (১৯), পিতা-মোঃ ফুয়াদ হাসান, মাতা-মোছাঃ রোজিনা খাতুন।


প্রেস রিলিজে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী জানান, জব্দকৃত ইয়াবা সহ আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উল্লাপাড়া মডেল  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি এনামুল হক জানান, সিরাজগঞ্জ ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার সকালে একটি মামলা দায়ের করেছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।