‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফারে রিয়েলমি

S M Ashraful Azom
0

: নতুন বছরে ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারে বাড়তি মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ছাড় সুবিধা দিচ্ছে। 

‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফারে রিয়েলমি



 নতুন বছরে দারাজের ‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ শীর্ষক ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা ৩৪০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধায় নির্দিষ্ট মডেলের রিয়েলমি স্মার্টফোন ক্রয় করতে পারবেন। ক্যাম্পেইনটি ০৬ জানুয়ারি শুরু হয়েছে, যা ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। 

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে রিয়েলমি’র যেসব ফোন ক্রয়ে ক্রেতারা বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন সেগুলো হলো: রিয়েলমি সি৩০, রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি সি২৫ওয়াই (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি সি৩১, নারজো ৫০এ প্রাইম, রিয়েলমি সি৩৫ (৪জিবি/১২৮জিবি), রিয়েলমি নারজো ৫০ (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি ৯আই (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি সি৩৫ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি প্যাড মিনি, রিয়েলমি নারজো ৫০ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি ৮, রিয়েলমি ৯, রিয়েলমি ৯ প্রো, রিয়েলমি জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৯ প্রো+, রিয়েলমি জিটি নিও ২, রিয়েলমি সি৩৩ (৩/৩২জিবি), রিয়েলমি সি৩৩ (৪/৬৪জিবি)। 

এ ডিভাইসগুলো ৩৪০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধায় কেনা যাবে। এছাড়া, শুন্য শতাংশ (0%) ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করেও এই ফোনগুলো ক্রয় করা যাবে। সর্বোচ্চ গ্রাহকসন্তুষ্টি নিশ্চিত করতে ডিভাইগুলো ক্রয়ে ক্রেতাদের জন্য এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস সুবিধাও থাকছে। এক্সপ্রেস ডেলিভারির আওতায় ক্রেতাদের সেইম-ডে ডেলিভারি, অর্থাৎ অর্ডারের দিনেই কাঙ্ক্ষিত ডিভাইস ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে ক্রেতাদের জীবন সহজ করবে দারাজের এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস।

রিয়েলমি সবসময় তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে থাকে, তারই অংশ হিসেবে এবার নতুন বছরের শুরুতে চমৎকার মূল্যছাড় সুবিধা নিয়ে এলো তরুণ প্রজন্ম কেন্দ্রিক ব্র্যান্ড রিয়েলমি। অফার বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন -  https://click.daraz.com.bd/e/_6hLBn


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top