রাজু আহমেদ সাহান- উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ইংরেজি নববর্ষের প্রথম দিনে বই উৎসবে মেতে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রতিটি শিক্ষালয়।
রোববার সকালে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন।
এই বই উৎসবে হাজারো শিশু নতুন বই পেয়ে বই ও মলাটের গন্ধে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাদের প্রাণ।
রোববার (১ জানুয়ারি) সকালে বই উৎসবে যোগ দিতে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয় প্রিয় শিক্ষার্থীরা। এছাড়াও উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) ইশরাত জাহান এর নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উল্লাপাড়া সরকারি মাচেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় সহ মোমেনা বিজ্ঞান স্কুল, এইচটি ইমাম গালস্ স্কুল এন্ড কলেজ, উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পূর্ণিমাগাতী উচ্চ বিদ্যালয়, পূর্ণিমাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলিয়া উচ্চ বিদ্যালয়, নয়ানগঞ্জ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের মতো প্রত্যন্ত গ্রাম এলাকাতেও বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পূর্ণিমাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাতি জানায়, সকালেই এসেছি বই উৎসবে। খুব ভালো লাগছে নতুন বই পেয়ে।
ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রতীক আহমেদ তাসিন জানায়, আমি ও আমার বন্ধুরা নতুন বই পেয়ে সবাই খুশি। নতুন বই পাওয়ার আনন্দে খুব ভালো লাগছে।
উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী নয়ন বলে, এবারই প্রথম বই উৎসবে এসেছি। নতুন বই পেয়ে, ভালো লাগছে।
উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায় জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে বই বিতরণ করা হয়েছে। বই সংকটে সকল সাবজেক্ট এখনও শিক্ষার্থীদের হাতে পৌছানো সম্ভব হয়নি।
২০২৩ সালের বই উৎসবে বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা সহ অন্যান্যরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।