সেবা ডেস্ক : বিশ্বমানের ও আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামে। ক্রিকেটের উন্নয়নে আধুনিক সব সুযোগ সুবিধা রেখে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম কম্পাউন্ডে এই ইনডোর স্থাপন করা হয়।
আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্স, চট্টগ্রাম |
আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
এই ইনডোর স্টেডিয়ামে রয়েছে চারটি উইকেট। এর মধ্যে, দুটি টার্ফ ও দুটি ম্যাট উইকেট। এছাড়াও আছে ক্রিকেটারদের লকার রুম, কনফারেন্স রুম ও চেঞ্জিং রুমসহ অন্যান্য সুবিধা।
উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ও তত্ত্বাবধানে এ ইনডোর স্টেডিয়ামটি তৈরি হয়। এতে খরচ হয় প্রায় ছয় কোটি টাকা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।