উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
🕧Published on:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নৈওকোড় খেলার মাঠে এলাকাবাসীর আয়োজনে এ ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন।
আয়োজক কমিটির সভাপতি নলসোন্দা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম বিএসসি'র সভাপতিত্বে উদ্বোধন খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সলপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ ও খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হারুনুর রশিদ।
ফাইনাল ক্রিকেট খেলায় অংশ নেন পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার নবীপুর ক্রিকেট একাদশ ও চরনবীপুর ক্রিকেট একাদশ।
এতে বিজয়ী হন নবীপুর ক্রিকেট একাদশ ও রানার্সআপ হয় চরনবীপুর ক্রিকেট একাদশ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।