রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

🕧Published on:

 : কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেলে পিষ্ট হয়ে আমির হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু



 রবিবার দুপুরের দিকে ডিসি রাস্তায় ধনারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যেক্ষদর্শিরা জানান, আমির হোসেন তার নিজ বাড়ি থেকে বেড়িয়ে ডিসি রাস্তা দিয়ে হেটে কর্তিমারী বাজারে যাওয়ার পথে অপর দিক থেকে দ্রুতগতিতে আসা হারুনর রশিদ তার মোটরসাইকেলটি পথচারীকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষানা করেন। 


ঘাতক মোটরসাইকেল মালিক হারুনর রশিদ একই ইউনিয়নের বকবান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে বলে জানা গেছে।


রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় এখনও কোন মামলা হয়নি তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নিব।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।