বকশীগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕧Published on:

 : জামালপুরের বকশীগঞ্জে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গতকাল সোমবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বকশীগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



 জামালপুরের বকশীগঞ্জ উপজেলাসহ সারাদেশে দ্বিতীয় পর্যায়ের ৫০ টি মডেল মসজিদ ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা মডেল মসিজদের পেশ ইমাম মওলানা এনায়েত উল্লাহ , উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ , পৌর ছাত্রলীগের আহ্বায়ক আলভী তালুকদার, ছাত্রলীগ নেতা আরিফ হাসান সহ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।