টেকনাফে ২০ হাজার মরণঘাতি মাদক ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
🕧Published on:
সেবা ডেস্ক : কক্সবাজারে’র টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজা’র ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ‘র্যাব-১৫।
বৃহস্পতিবা’র দুপুরে হ্নীলা ইউপি’র লেদা জামে মসজিদে’র সামনে থেকে তাদে’র আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়া উপজেলা’র বালুখালী ৯ নম্ব’র ক্যাম্পে’র সব্বি’র আহাম্মেদে’র ছেলে সৈয়দ হোসাইন (২২) ও হ্নীলা ইউপি’র লেদা ২৪ নম্ব’র ক্যাম্পে’র শামসুল আলমে’র স্ত্রী দিলদা’র বেগম (৩২)।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজা’র ‘র্যাব-১৫ এ’র অতিরিক্ত পুলিশ সুপা’র ও সিনিয়’র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবা’র দুপুরে গোপন সংবাদে’র ভিত্তিতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পে’র আভিযানিক দল হ্নীলা ইউনিয়নে’র লেদা জামে মসজিদে’র সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নারীসহ দুইজনকে আটক ক’রতে সক্ষম হয়। পরে তাদে’র দেহ তল্লাশি করে ২০ হাজা’র ইয়াবা উদ্ধা’র করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত তারা প’রস্পরে’র যোগসাজশে ইয়াবা সংগ্’রহ করে কক্সবাজা’রসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধা’রকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদে’র বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্ত’র করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।