ইসলামপুরে লক্ষাধিক টাকার হেরোইনসহ গ্রেপ্তার-১
🕧Published on:
সেবা ডেস্ক : জামালপুরের ইসলামপুরে লক্ষাধিক টাকার হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর ক্যাম্প।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার ইসলামপুর থানাধীন পেচারচর হতে চিনারচর গামী পাকা রাস্তার আড়মারী গ্রামস্থ ডাক্তারবাড়ী মোড়স্থ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ মনির হোসেন (২৫), পিতা-মোঃ আকবার হোসেন, সাং-আড়মারী দক্ষিনপাড়া, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর এবং উক্ত আসামীর নিকট হতে ২০ (বিশ) গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন, সিলভার রংয়ের ডিজিটাল পরিমাপক মেশিন এবং ০১ (এক) টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করে। উদ্ধারকৃত কথিত মাদকদ্রব্য হেরোইন এর অবৈধ বাজার মূল্য আনুমানিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। উল্লেখ যে, ধৃত আসামীর বিরুদ্ধে গাজীপুর জেলার টঙ্গী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক ভ্রাম্যমান অবস্থায় জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকার মাদক সেবিদের নিকট খুচরা ও পাইকারী দামে মাদক ক্রয় বিক্রয় এবং সরবরাহ করিয়া আসিতেছে ।
এ ধরণের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।