বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
🕧Published on:
রকিবুল হাসান : জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির বরাদ্দ অনুযায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বকশীগঞ্জ থানার ওসি মো.সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীরা বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।