ঘাটাইল পেসক্লাবের সভাপতি খান ফজলু, সম্পাদক বাদল॥

🕧Published on:

 : টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঘাটাইল পেসক্লাবের সভাপতি খান ফজলু, সম্পাদক বাদল॥



 বুধবার (১ফেব্রয়ারী)প্রেস ক্লাব কার্যালয়ে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি খান ফজলুর রহমানের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন । এর পরে নির্বাচিত কমিটি ঘোষনা করেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও ঘাটাইল প্রেসক্লাবের উপদেষ্টা,বিশিষ্ট লেখক গবেষক ও সাংবাদিক জুলফিকার হায়দার।


এতে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি খান ফজলুর রহমান সভাপতি এবং ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি উত্তম কুমার আর্য্য (যায়যায়দিন), যুগ্ন-সম্পাদক আব্দুল লতিফ (এশিয়ান টেলিভিশন / দৈনিক আমার সংবাদ  ), অর্থ সম্পাদক মো: হেলাল তালুকদার  (দৈনিক আলোকিত সকাল), খাদেমুল ইসলাম মামুন  (দৈনিক মানবকণ্ঠ),প্রচার সম্পাদক মো:রকিবুল হাসান জসিম (দৈনিক বাংলাদেশের আলো) মো: আল আমীন রহমান (দৈনিক সময়ের আলো),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো:আল আমিন হোসেন বিপ্লব (দৈনিক ভোরের পাতা),


কার্যনির্বাহী সদস্যরা হলেন, নটো কিশোর আদিত্য (দৈনিক প্রথম কথা), মো: নজরুল ইসলাম চান (দৈনিক যুগধারা),মাজহারুল  ইসলাম শিহাব (সত্যানুসন্ধান),মো: শফিকুল ইসলাম( দৈনিক বাংলাদেশের খবর) ,বিধান চন্দ্র রায় (ভোরের ডাক),মো: সবুজ সরকার সরকার (দৈনিক প্রতিদিনের চিত্র) মো: খায়রুল ইসলাম (দৈনিক দেশতথ্য),সরোয়ার জাহান কলি (দৈনিক বিজনেজ বাংলাদেশ ),আবু মোহাম্মদ শোয়েব ডন (দৈনিক প্রথম বেলা),এসএম ইমরুল কায়েস রাজিব (ঘাটাইল ডটকম) মো: রফিকুল ইসলাম (দৈনিক সোনালী খবর),মো: জাহাঙ্গীর হোসেন (দৈনিক খোলা কাগজ) প্রমুখ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।