রৌমারীতে ভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

🕧Published on:

 : শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বীর (ভার:) সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

রৌমারীতে ভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা



 পরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বীর নিবাস এর শুভ উদ্বোধন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী থানার এসআই আনছার আলী, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে কেন্দ্রিয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, সকল সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, ভাষা সৈনিক রোস্তম আলী দেওয়ান এর কবর জিয়ারত, শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।