দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
🕧Published on:
মাসুদুর রহমান : জামালপুরে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় জামালপুর প্রেস ক্লাবের হল রুমে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি বিপুল মিয়া ।
জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুতফুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,কালের কন্ঠের মোস্তফা মঞ্জু, ৭১ টিভির জামালপুর প্রতিনিধি মামুন আনসারী সুমন, আমার সংবাদের জেলা প্রতিনিধি বিপুল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু,বাংলা ভিশনের হাবিব,গাজী টিভির আলী আকবর, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম সহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন জামালপুরে কর্মরত সাংবাদিকরা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।