অশুভ শক্তি উস্কানি ছড়িয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা চালায়: এমপি তানসেন

🕧Published on:

 : আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের নেতা একেএম রেজাউল করিম তানসেন এমপি বলেছেন, সাপ গর্তে ঢুকে আছে, সুযোগ পেলেই ছোবল মারবে। কেউ গুজবে কান দিবেন না। 

অশুভ শক্তি উস্কানি ছড়িয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা চালায় এমপি তানসেন



 জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে। সনাতন ধর্মের উৎসব গুলোতে একটি অশুভ শক্তি সব সময় উস্কানি ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালায়। 


এ দেশের মাটিতে আপনাদের জন্ম, বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ। পাকিস্তানের পরাজিত অপশক্তি এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে তারা আবার পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান চায়। তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। 


গত বুধবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামে সনাতন ধর্মালম্বীদের উৎসব ১৬ প্রহর ব্যাপি রাধা গোবিন্দের লীলা রস কীর্তন অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীশ্রী রাধা গোবিন্দের মন্দির চত্বরে আয়োজিত এ উৎসবে সনাতন ধর্মের শতশত নারী পুরুষের আগমন ঘটে। 

অনুষ্ঠান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা জাসদ সভাপতি কামরুজ্জামান কামরুল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, নুরুল ইসলাম তোতা, সাংবাদিক রাসেল মাহমুদ, আব্দুল আহাদ, দোহার মন্দিরের সভাপতি সুদর্শন চন্দ্র, সেক্রেটারি সচীন্দ্রনাথ প্রমুখ।  



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।