ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত
🕧Published on:
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : আজ ১৫ মার্চ, টাঙ্গাইলের ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। ১৯৯৫ সালে বিএনপি সরকারের সময় সার কিনতে গিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত কৃষক শহীদ আতিকের কবরে পুষ্পস্তোবক অর্পন ও দোয়া করা হয় কৃষক লীগের পক্ষ হতে। পরে উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলামসাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন সহ-সভাপতি মো: মনির উদ্দিন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক সেতারুজ্জামান রিপন,সাংস্কৃতিক সম্পাদক মো: আবু হানিফ,ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: শফিকুল ইসলাম চোধুরী দুলাল,যুগ্ম আহবায়ক এস.এম. শোয়েব রানা,উপজেলা কৃষকলীগের সদস্য এস এম আনিছুর রহমান,দিগলকান্দি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মো: রফিক সরোয়ার ,দেউলাড়ী ইউনিয়ন কৃষকলীগর সভাপতি মো: আ: বারেক,সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: আ: বাছেদ মিয়া,সন্ধানপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক সহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার সময় ১৯৯৫ সালের ১৫ মার্চ সার কিনতে গেলে সারাদেশে নির্মমভাবে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। আর বর্তমান সরকার দেশের কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানাভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।