ঘাটাইল আ.লীগের সংবাদ সম্মেলন

S M Ashraful Azom
0

 : টাঙ্গাইলের ঘাটাইলে  জেলা আওয়ামীলীগ লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার আসামী আমানুর রহমান খান রানার নেতৃত্বে  ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের মিছিলে হামলা,ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী কর্তৃক ছাত্রলীগ নেতার বাড়ী ভাংচুর, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর, আওয়ামীলীগ নেতাদের হত্যার উদ্যেশ্যে কুপিয়ে জখম করা, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ। 

ঘাটাইল আ.লীগের সংবাদ সম্মেলন



২ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামীলীগে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য থেকে জানা যায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার আসামী সাবেক এমপি আমানুর রহমান খান রানার নেতৃত্বে হেলমেট পড়া ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ চলাকালীন সময় পরিকল্পিত সন্ত্রাসী হামলার চালায়।

গত ২৬ ও ২৭ তারিখ দুইদিন ব্যাপী আমানুর রহমান খান রানার নির্দেশে তার সন্ত্রাসী বাহিণী কর্তৃক বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর, ছাত্রলীগ নেতা আবিদ এর বাসা ভাংচুর, সরকারি জিবিজি কলেজ ছাত্র সংসদ ভাংচুর, সন্ত্রাস নৈরাজ্য এবং ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ  নেতা বাহাদুর আলম খান, আবুল কাশেম মেম্বার, সাবেক পৌর কাউন্সিলর সালাহউদ্দিন শাহিন, যুবলীগ নেতা শাহিন মিয়া সহ ৮ জন নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম হয়।

২০১২ সালে ১৮ই নভেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে আমানুর রহমান খান রানা আনারস মার্কা নিয়ে নির্বাচন করেন।

গত ২০১৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি ভোট প্রার্থনা করেন।

স্থানীয় ইউপি নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে ও পৌরসভায় বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি ভোট প্রার্থনা করেন।

গত ২০১৬ সালে ৯ই নভেম্বর সরকারি জিবিজি কলেজ মাঠে ধর্মসভা থেকে যাওয়ার সময় সরকারি জিবিজি কলেজের তৎকালীন ভিপি আবু সাইদ রুবেল কে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়ে আহত করে। গত ২৭তারিখ দৈনিক যায়যায়দিন পত্রিকার ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেসক্লাবের সহ সভাপতি উত্তম কুমার আর্য্য,সাপ্তাহিক জাহাজমারা প্রতিনিধি মিলন মিয়ার উপর এমপি সমর্থিত ক্যাডার বাহিনীর হামলা তিব্র নিন্দা জানান।

ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে সন্ত্রাসীদের বর্বর রচিত  হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত , ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া,

সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি,জামুরিয়া ইউপি চেয়ারম্যানশহিদুল ইসলাম খান হেস্টিংস, আলোক হেলথ কেয়ার এন্ড  ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপানা পরিচালক,মোঃ লোকমান হোসেন প্রমুখ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top