নন্দীগ্রামে জয় বাংলা শ্লোগানে এমপি তানসেনকে বরণ
🕧Published on:
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জয় বাংলা শ্লোগানে, ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের নেতা একেএম রেজাউল করিম তানসেন এমপিকে বরণ করেছে শতশত জনসাধারণ।
উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য নিজ দলের নেতাকর্মীদের বহর নিয়ে উপজেলার ভাটরা ইউনিয়নের কোশাষ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করতে গেলে শতশত নারী-পুরুষ ও বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাকে বরণ করতে রাস্তার দু-ধারে জড়ো হয়।
রোববার বিকেলে কোশাষ বিদ্যালয়ে নামফলক উন্মোচনের মধ্যদিয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন তানসেন এমপি। এরআগে দুপুরে তিনি পন্ডিতপুকুর বাজারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভাটরা ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করেন।
কোশাষ বিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম তানসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল।
কোশাষ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সামীম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম, জাসদ নেতা নুরুল ইসলাম শেফা, নুরুল হক, পন্ডিতপুকুর বণিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি এসএম সুমন, সহকারি শিক্ষক নিহার রঞ্জন রায়, অন্তিম চন্দ্র, মনজুয়ারা বেগম, সোহাগ বাবু, আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।