ঢাকা মোটর শো-তে ব্যাপক সাড়া পেল পদ্মা ব্যাংক

S M Ashraful Azom
0

: ব্র্যান্ড নিউ গাড়ি ও মোটরসাইকেলসহ অটোমোবাইল জগতের নানা পণ্য নিয়ে সম্প্রতি রাজধানীতে হয়ে গেলো তিনদিনের ঢাকা মোটর শো।

ঢাকা মোটর শো-তে ব্যাপক সাড়া পেল পদ্মা ব্যাংক



 এখানে গ্রাহকদের অটো লোনের নানা সুবিধা জানাতে পসরা সাজিয়েছিল পদ্মা ব্যাংক লিমিটেড। মেলায় আগত গ্রাহকরা বিপুল উৎসাহে ঘুরে দেখেন পদ্মা ব্যাংকের স্টল। এই সময় তারা কার লোন সম্পর্কে খোঁজ খবর নেন। গ্রাহকরা এমন আয়োজনে আসায় পদ্মা ব্যাংককে ধন্যবাদ জানান। কেননা পদ্মা ব্যাংক যে এত সহজ শর্তে গাড়ির ঋণ দেয় সেটা তাঁদের অনেকেরই জানা ছিল না। এখন এমন তথ্য জানায় অনেকের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন।


পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত মেলায় পদ্মা ব্যাংকের স্টলটি পরিদর্শন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এ সময় তিনি গাড়ি ব্যবসায়ী এবং লোন নিতে আগ্রহী গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও পদ্মা অটো লোন সম্পর্কে মতবিনিময় করেন। এর আগে স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডস সায়ন্তনী ত্বিষা, রিটেইল প্রোডাক্ট হেড কাজী মো. ফজলুর রহমান-সহ অন্যান্য কর্মকর্তারা।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top