রোজায় গান বাজনা থেকে বিরতিসহ সব রোজা রাখবেন তাসরিফ

S M Ashraful Azom
0

: দেশের তরুণ গায়ক তাশরিফ খান “ফেসিয়াল প্যারালাইসিস” থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার পর রমজান মাসে গান-বাজনা থেকে বিরতি নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে রমজানে সবগুলো রোজা রাখবেন বলেও জানান তিনি।

রোজায় গান বাজনা থেকে বিরতিসহ সব রোজা রাখবেন তাসরিফ



 ২৪ মার্চ প্রথম প্রহরে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, তিনি এক সময় মাদ্রাসার ছাত্র ছিলেন। পুরো আমপারা তার মুখস্ত ছিল।


প্রথম রমজানে স্ট্যাটাস দিয়ে তাশরিফ লেখেন, ‘ছোটবেলায় আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। পুরো আমপারা আমার মুখস্থ ছিল। ক্লাস ফোরে আমি স্কুলে সিফট হই। ফোর থেকেই আমি রোজা রাখা শুরু করেছিলাম সম্ভবত! সব রোজাই রাখতাম যখন যে কয়টা হয়।’


পরে তিনি আরো লেখেন, ‘গত কয়েকবছরে অসুস্থতা এবং নানাবিধ কারণে কয়েকটা রোজা রাখতে পারিনি। এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তবে সবগুলো রোজা রাখার নিয়ত করেছি।’


এছাড়া রমজানে গান-বাজনা থেকে বিরতি থাকার আশ্বাস দিয়ে তাশরিফ লেখেন, ‘পুরো রোজার মাস জুড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরতি!’


তাশরিফ দীর্ঘদিন ধরেই চেষ্টা করেন নিয়মিত অসুস্থসহ নানা ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। কখনো ফান্ড গঠন করে, কখনো নিজেই আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকেন। তাসরিফ খুশি মনে বলেন, ‘এখনই গান করব না। আগে সুস্থ হয়ে উঠি। তবে আমার সোশ্যাল অ্যাকটিভিটি এখন চলছে।’ 


তিনি আরও জানালেন, আগে মতো আর মুখ বাঁকা নেই। এখন হাসতেও পারছেন। সব ঠিক থাকলেও আগের মতো পুরো উদ্যমে ফিরবেন তাসরিফ। তার আগে নিয়মিত চিকিৎসা পর্ব শেষ করতে হবে।


তাসরিফ নিয়মিত মিরপুর থেকে সাভারের একটি ফিজিও সেন্টারে গিয়ে থেরাপি নিচ্ছেন। সপ্তাহে বৃহস্পতি–শুক্রবার বাদে বাকি পাঁচ দিন চিকিৎসা নিতে ছুটতে হয়। এর আগে ৫ মার্চের দিকে রাতে খেয়ে কুলি করতে গিয়ে তরুণ জনপ্রিয় গায়ক তাসরিফ খান বুঝতে পারেন, তিনি ঠিকমতো কুলি করতে পারছেন না। তার মুখ থেকে পানি অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। মুখের এক পাশে কিছুটা বাঁকা, সোজা হচ্ছিল না। ভয় পেয়ে যান তিনি। বাসায়ই বিশ্রাম নিচ্ছিলেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারেন তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’-এ আক্রান্ত।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top