ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
🕧Published on:
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সরকারী জি.বি.জি. কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার,সরকারী জিবিজি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এ.কে.এম.আব্দুল মান্নান,ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানূর রহমান (হীরা), উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান, শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ,সরকারী জি.বি.জি কলেজের অধ্যাপক এলিনা পারভীন,ঘাটাইল ক্যান: পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক কানিজ ফাতিমা, অনুষ্ঠান পরিচালনা করেন সহাকারী প্রকৌশলী (এলজিইডি) রোশান আহম্মেদ, অনুষ্ঠানে স্বাাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।