বকশীগঞ্জ থানা-পুলিশের অভিযানে ৯ জুয়ারি ও দুই চোরসহ ১৩ জন আটক
🕧Published on:
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ জন জুয়ারি দুই চোরসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড়, সাধুরপাড়া ও বাগারচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সার্বিক নির্দেশনায় বকশীগঞ্জ উপজেলাকে জুয়া মুক্ত করা ও অপরাধ দমনে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৯ জন জুয়ারি, দুই জন চোর ও দুই জন নিয়মিত মামলার আসামিকে আটক করা হয়।
রোববার (৯ এপ্রিল) বিকালে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।