নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌরসভা এলাকার পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নির্বাচনী টিম গঠন করার লক্ষ্যে তৃণমূল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো তৃণমূলের জনগণের কাছে তুলে ধরার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
রোববার বিকেলে পৌর আওয়ামী লীগের ৪,৫,৬ নং ওয়ার্ডের যৌথ সাংগঠনিক সভা নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এরআগে শনিবার বিকেলে ১,২,৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সভা ওমরপুর বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। সভাপতিত্ব করেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল।
সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শাহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুকুল মিঞা, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, তারেক মাহমুদ ডিউ, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান বিপুল, রাজু আহমেদ, ফেরদৌস আলী, জিয়াউর রহমান, আলহাজ্ব আব্দুস ছামাদ, আব্দুল মান্নান, শাজাহান আলী, আলহাজ¦ আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।