জামালপুরে জামায়াত- বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার
🕧Published on:
জামালপুর সংবাদদাতা : জামালপুরে জামাত- বিএনপির ২১ নেতা- কর্মিকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনাকারির অভিযোগ আনা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সকালে শহরের কাচারিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ওইদিন দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, কিছু দুষ্কৃতিকারী সরকারি স্থাপনা ভাংচুর, ক্ষতিসাধন ও লুটপাটের উদ্দেশ্যে শহরের কাচারীপাড়া এলাকায় মিজানুর রহমান নামে এক আসামির অফিসে একত্রিত হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুইজন আসামিসহ ২১ জনকে আটক করা হয়। পরে তাদের নামে উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সাহা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো. লিয়াকত আলী (৫৮), মো. মিজানুর রহমান (৫৫), মো. আব্দুর রাজ্জাক লিটন (৬০), মো. উবায়দুল্লাহ (৫৪), শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), মোঃ মোখছেদুর রহমান হারুন (৪৫), রাকিবুল হাসান বিপুল (৩৬), কামরুল হাসান কাবুল (৩৮), মোঃ সুফিয়ান কবির শিপন (৪৫), ১০। আবুল মুনসুর(৫০), শাকিব হোসেন (২২), শফিকুল ইসলাম(৩৫), মোঃ লাল মিয়া (৩৬), আল আমিন (২৯), আলা উদ্দিন (৩৬), আতাউর রহমান(৬০), আলী রেজা (৫৮), ইয়াকুব মিয়া(৪০), মোঃ সাজু মিয়া (৩৬), মোঃ সুমন মিয়া (২৬), আবুল হাসান জয় (২৭)।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।