জামালপুর সংবাদদাতা : শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জামালপুর জেলা শিল্পকলা একাডেমী ২৫ গুণীকে সম্মাননা প্রদান করেছে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ২০১৯,২০২০,২০২১, ২০২২,২০২৩ সালে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
১০ এপ্রিল সকালে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।
সম্মামনাপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, ২০১৯ সালের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, ২০২০ সালে কন্ঠশিল্পী বিভাগে স্বপন রহমান, ২০২১ সালে নাট্যকলা বিভাগে সৈয়দ নূরল আলম সেলিম, ২০২২ সালে চলচ্চিত্র বিভাগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহা উদ্দীন খান, ২০২৩ সালে কণ্ঠশিল্পী বিভাগে রোজী আক্তার শেফালী প্রমূখ। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন-জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।