শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল হযরত মাওলানা জুলকর নাইন চৌধুরী (রহঃ) এর মাগফেরাত কামনায় রোজাদারতের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
শুক্রবার বিকেলে পশ্চিম চাম্বল মুন্সিখীল চৌধুরী বাড়ী জামে মসজিদ মাঠে হযরত মাওলানা জুলকর নাইন চৌধুরী (রহঃ) ওয়েলফেয়ার ট্রাস্ট'র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও বদর দিবস উপলক্ষে এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী, অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ, মাওলানা এনামুল হক চাম্বলী, মাওলানা মোস্তাফা হোছাইন বাহারী, মাওলানা হাকিমুল্লাহ।
উক্ত মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাম্বল খাদিজাতুল খোবরা মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা মোজাহিদুল ইসলাম ফারুকী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা।
মাওলানা জুলকর নাইন চৌধুরী (রহঃ) ওয়েলফেয়ার ট্রাস্ট'র অন্যতম পরিচালক আনিসুল আজম চৌধুরী বলেন- আমাদের এ প্রতিষ্ঠান একান্তই পারিবারিক। এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের সুবিধাবঞ্চিতদের মাঝে নানাভাবে সহায়তা প্রদান করে থাকি। আমাদের এ সামাজিক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় এলাকার সর্বস্তরের লোকজনের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিল।

%20%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AB%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F'%E0%A6%B0%20%E0%A6%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2.webp)
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।